About Us

আমাদের সম্পর্কে | eCommerce Front

eCommerce Front হল একটি বাংলা ও ইংরেজি ভাষাভিত্তিক অনলাইন ম্যাগাজিন, যেখানে আমরা ই-কমার্স, অনলাইন ব্যবসা, মার্কেটিং কৌশল, প্রযুক্তি এবং উদ্যোক্তা-জীবন নিয়ে গুরুত্বপূর্ণ, সময়োপযোগী কনটেন্ট প্রকাশ করি। আমাদের মূল লক্ষ্য হলো – নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তাদের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম তৈরি করা, যেখান থেকে তারা ব্যবসা শুরুর আগে এবং চলাকালীন নানা তথ্য পেতে পারেন ও তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারেন।

আমাদের পাঠকেরা বাংলাদেশের পাশাপাশি বিদেশে অবস্থানরত বাংলাদেশি উদ্যোক্তা ও প্রবাসী ব্যবসায়ীরাও, যারা অনলাইনে ইনকাম, ড্রপশিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, কাস্টমার সার্ভিস, কিংবা ছবি বিক্রির মতো বিষয়ে খোঁজ করছেন।

আমরা বিশ্বাস করি, ডিজিটাল দুনিয়ায় সফল হওয়ার জন্য সঠিক তথ্যই হল সবচেয়ে বড় শক্তি। সেই লক্ষ্যে প্রতিটি আর্টিকেল আমরা তথ্যসূত্রসহ যাচাই করে প্রকাশ করি, যাতে পাঠকেরা বিশ্বাস রাখতে পারেন।